১) সমস্তরকম ত্বকের ক্ষেত্রেই ননিয়মিত
পরিচর্যা করা খুবই দরকার। আমাদের ত্বক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ব্যস্ততার কারণে ত্বকের দিকে নজর দেওয়ার মতো সময়
আমাদের হাতে থাকে না। ত্বক সুন্দর তখনই হয়, যখন তা পরিষ্কার, পরিচ্ছন্ন
এবং যত্ন নেওয়া হয়।
২) ত্বক পরিষ্কার রাখতে অবশ্যই প্রত্যেকদিন ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিং করা দরকার।
৩) শুধু ফর্সা ত্বকেই নয়, রোদে বাইরে বেরোলে সমস্ত ত্বকেই সানস্ক্রিন লাগানো খুবই প্রয়োজনীয়।
৪) ত্বকের প্রকৃতি অনুযায়ী প্রোডাক্ট
ব্যবহার করা উচিত্। যেমন, ড্রাই ত্বকের জন্য যে প্রোডাক্ট ব্যবহার করা
যাবে, সেই একই জিনিস অয়েলি ত্বকের জন্য চলবে না।
৫) কালো ত্বকে কখনওই উজ্জ্বল রঙের পোশাক
পরা উচিৎ নয়। তাহলে আরও কালো দেখায়। ম্যাট ফিনিশ পোশাক পরলে কালো ত্বকের
ব্যক্তিদের অনেক বেশি ভালো লাগে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন