বেশ গরম পড়েছে। এ সময় প্রচণ্ড তাপ ও
ধুলোবালির কারণে ত্বকে তৈলাক্ত ভাবটা যেন বেশিই দেখা যায়। তৈলাক্ত ত্বক
নিয়ে যেখানে সেখানে যাওয়াটা খুব বিরক্তিকর। তাই গরমে তৈলাক্ত ত্বক রক্ষা
করতে প্রতিদিন ত্বক পরিষ্কার করতে হবে। আর সেটি বাড়িতে বসেই প্রাকৃতিক
উপায়ে ত্বকের যত্ন নেওয়া সম্ভব।
তাহলে খুব সহজেই তৈলাক্ত ত্বকের যত্ন নেওয়ার উপায় একুশে টিভি অনলাইনে দেওয়া হলো-
প্রচুর পরিমাণে পানি পান করুন-
পানি আপনার ত্বকের তৈলাক্ততা দূর করতে
সাহায্য করে। ডাক্তারদের মতে, প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করা
শরীরের জন্য খুব উপকারী। এছাড়া মুখে ঘন ঘন পানির ঝাপটা দিন।
শশার রস-
তৈলাক্তভাব দূর করতে শসা খুবই কার্যকর।
প্রতিদিন বাইরে থেকে এসে শশার রস দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন। এতে
তৈলাক্তভাব অনেকটা দূর হবে।
কলা-
কলা ত্বকের তৈলাক্তভাব দূর করায় বেশ
কার্যকর ভূমিকা পালন করে। এজন্য একটা পাকা কলার পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে
ম্যাসেজ করতে পারেন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ পরিষ্কার করুন। এই পেস্ট
রাতে লাগাতে পারেন।
লেবুর রস-
লেবুর রস তৈলাক্তভাব দূর করে। কয়েক ফোটা
লেবুর রসের সঙ্গে এক টেবিল চামুচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে
রাখুন ২০ মিনিট। পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।
চালের গুঁড়া-
চালের গুঁড়াতে সামান্য মধুও মিশিয়ে নিতে
পারেন। সপ্তাহে দুইদিন এই প্যাক ব্যবহার করলে ত্বক পরিষ্কার হবে।
ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর হয়ে যাবে।
গ্রিন টি-
ত্বকের তৈলাক্তভাব দূর করতে গ্রিন টি বেশ
উপকারী। এই গ্রিন টি দিয়ে সহজেই একটি মাস্ক আপনি তৈরি করে নিতে পারেন মুখে
মাখার জন্য। দুই টেবিল চামচ গ্রিন টির সঙ্গে এক টেবিল চামচ মধু ও এক চা
চামচ এলোভেরা জেল মিশিয়ে মাস্ক বানিয়ে নিন। মুখে ২০ মিনিট রেখে দিন। ভালো
করে ধুয়ে ফেলুন। এই মাস্কটি রাতে করা ভালো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন