হালকা মেকআপ যেভাবে করবেনঃ
হালকা মেকাপ করা তুলনামূলক সহজ এবং কম সময়ে নিজেকে সাজানো যায়। হালকা মেকাপ কিভাবে করবেন সে সম্পর্কে জেনে নিই-
- প্রথমেই মুখ ভালোমানের ক্লিনজার দিয়ে ধুয়ে নিতে হবে। অথবা পছন্দমাফিক যেকোনো ফেসপ্যাক লাগিয়ে কিছুক্ষণ পর মুখ ধুয়ে নিতে হবে।
- মুখ পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিতে হবে।
- ময়েশ্চারাইজিং ব্যবহার করার পর সানস্ক্রিন লাগিয়ে নিন।
- ভালোমানের প্রাইমার সেট করে নিন।
- পরিমান মতো বিবি ক্রিম লাগান।
- ডার্ক সার্কেল দূর করতে পরিমাণ মতো কনসিলার ব্যবহার করুন।
- ভেজা স্পঞ্জ কিংবা পরিষ্কার হাত দিয়ে ফাউন্ডেশন ভালোভাবে ব্লেন্ড করুন।
- ব্লেন্ড করার সময় উপর থেকে নিচের দিকে ব্লেন্ড করুন।
- ফেস পাউডার সেট করে নিন।
- সবশেষে মেকাপ সেটিং স্প্রে দিয়ে মেকাপ সেট করে নিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন