শনিবার, ৬ মার্চ, ২০২১

চোখের নিচের কালো দাগ দূর করার সহজ উপায়


চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল নানা কারণে হতে পারে। নারী-পুরুষ সবারই ডার্ক সার্কেল দেখা যায়। এটা বড় কোনো সমস্যা না হলেও এটি মুখের সৌন্দর্য নষ্ট করে দেয়। চিন্তিত না হয়ে ঘরোয়া উপায়ে দূর করুন ডার্ক সার্কেল— ম্যাসেস নারিকেল তেল ও বাদাম তেল মিশিয়ে ভালোভাবে চোখের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসেস করুন। এভাবে প্রতিদিন এক ঘণ্টা করে ম্যাসেস করতে হবে।

ঘুমাতে যাওয়ার আগে এক সপ্তাহ করুন, দেখবেন ডার্ক সার্কেল দূর হয়ে গেছে। আইপ্যাক নারিকেল, কয়েক ফোঁটা লেবুর জুস, দুই টেবিল চামচ শশা বাটা, এক টেবিল চামচ সর ও তিন টেবিল চামচ চীনা মাটি এক সঙ্গে মিশিয়ে রেফ্রিজারেটরে রেখে দিন।

ব্যবহারের আগে তুলার গজ দিয়ে চোখ ঢেকে নিন। এবার আরাম করে শুয়ে ডার্ক সার্কেলের উপর মিশ্রণটি লাগান। ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
টমেটো আই টোনার লেবুর রস ও টমেটোর রস মিশিয়ে চোখের চারপাশে প্রতিদিন লাগান। এভাবে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

আলু বাটা উজ্জ্বল ত্বক পেতে আলু বেটে চোখের চারপাশে লাগাতে পারেন। চাইলে আলু কেটে চোখের উপর কিছুক্ষণ রেখে দিতে পারেন।

হার্বাল চা প্রতিদিন ব্যবহার করার পর হার্বাল টি ব্যাগ ফেলে না দিয়ে রেফ্রিজারেটরে রেখে দিন। চোখের উপর দিয়ে কিছুক্ষণ শুয়ে থাকুন। ডার্ক সার্কেল দূর করতে এটি বেশ কার্যকর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন