সোমবার, ২৮ মে, ২০১৮

ঈদের আগে মলিন ত্বক সতেজ করার পরীক্ষিত উপায়


আয়নায় নিজেকে দেখে কখনও যদি মনে হয়ে আপনার ত্বক মলিন তবে দুশ্চিন্তার কিছু নেই। এটা হতেই পারে, শুধু মনের ক্লান্তিতেই নয়, দূষণ বা রোদের তাপে আর্দ্রতা হারিয়ে ত্বক মৃয়মান হয়ে যেতে পারে। আসুন জেনে নিই মলিন ত্বক সতেজ করার কয়েকটি পরীক্ষিত উপায়:

গ্রিন টি
আন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই পানীয় নিস্তেজ ও ক্লান্ত ত্বকের জন্য বেশ উপকারী। এছাড়াও ফোলাভাব কমায়, টোনারের মতো কাজ করে। ত্বক আর্দ্র রাখে এবং তারুণ্য ধরে রাখতে সাহাজ্য করে।
এক কাপ গ্রিন টি বোতলে ভরে রেফ্রিজারেটরে রাখতে পারেন। সারাদিনের ক্লান্তি দূর করে ত্বকে লাবন্য আনতে এই পানীয় দিয়ে মুখ ধুয়ে নিন।


বরফ
ত্বকে বরফ ঘষলে রক্তসঞ্চালন বৃদ্ধি পায় এবং উজ্জ্বলতাও বৃদ্ধি পায়। তাৎক্ষনিক সতেজ ও উজ্জ্বল ত্বক পেতে দুটুকরা বরফ মুখে ঘষে নিন।

শসা
শসা ত্বক শীতল রাখে। পাশাপাশি প্রাকৃতিক টোনার হিসেবেও কাজ করে। একটি শসা ভালোভাবে ধুয়ে ছিলে নিয়ে টুকরা করে ব্লেন্ড করুন, এরপর মুখে লাগান। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। সতেজতা অনুভব করবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন