শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

করোনা আবহে বিয়ের কনের জন্য রইল মেকআপ টিপস



কথায় বলে সৌন্দর্যের ভাষা লেখা থাকে চোখের মধ্যে। তবে বিয়েবাড়ির ক্ষেত্রে দেখার চোখে নয়, সমস্ত সৌন্দর্য উপচে পড়ে কনের সাজেই। কনের মেকআপ রীতিমতো জমকালো হয় যেন সবার আগে সবার চোখ ব্রাইডের ওপরেই পড়ে।। তাঁর ওপর থেকে চোখ সরানোই দায় হয়, সেই মুহূর্তে! কিন্তু এই সব কিছুর মধ্যে বাধ সাধল কোভিড ১৯। করোনা আবহে বিয়ে, বিয়ের সঙ্গে জড়িয়ে থাকা আরও নানা ব্যবসা পড়েছে মুখ থুবড়ে। তবুও, কথায় আছে, ‘দ্য শো মাস্ট গো অন’ তাই গোটা পৃথিবীর ফ্যাশন ও বিউটি ইন্ডাস্ট্রি নিজেদের মতো করে ঘুরে দাঁড়াচ্ছে, প্যানডেমিক সময়ের যাবতীয় বদলকে সঙ্গে নিয়েই নতুন ছন্দে পথ চলা শুরু করছে।

আপনি যদি নিজেই এই করোনা আবহে বিয়ের কনে হন তাহলে সাজগোজ, মেকআপের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে আপনাকেও চলতে হবে। তাহলেই এড়িয়ে যাওয়া যেতে পারে এই সমস্যাকে। বিয়ের দিন কীভাবে সাজবেন, রইল তার টিপস।
 
মেকআপ করতে যেহেতু অনেকটা সময় লাগে, আর আপনাকে যিনি সাজাবেন তাঁর সঙ্গে আপনার সরাসরি যোগাযোগ হবেই! এই কারণেই কিছু নিয়মাবলি আপনার মেনে চলা দরকার-

1. অ্যাপয়েন্টমেন্টের সময় মুখ ও নাক ভাল করে ঢেকে পার্লারে যেতে হবে। ফেস মাস্ক পরা খুবই দরকার।

2. ৭০% আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে মেকআপের সামগ্রীগুলো ভাল করে স্যানিটাইজ করে নিতে হবে মেকআপ করার আগে। লিপস্টিক ও ব্রাশেও স্যানিটাইজার স্প্রে করে নিতে হবে।

3. প্রতিটা মেকআপ সেশনের পরে অ্যালকোহল দিয়ে ভাল করে ব্রাশগুলো ধুতে হবে। তারপরে আবার অন্যদের মেকআপ করতে হবে।

4. আপনি যদি বাড়িতে বসেই বিয়ের মেকআপ করেন তাহলে চায়ের লিকার ও বেকিং সোডা দিয়ে পরিষ্কার করে নিতে হবে ব্রাশগুলো। একমাত্র তাহলেই ঠিকঠাক ভাবে জীবাণু মুক্ত হবে মেকআপের সামগ্রীগুলো।

5. পরিষ্কার ব্রাশ আর নোংরা ব্রাশগুলো আলাদা জায়গাতে রাখার ব্যবস্থা করতে হবে।
মুখের মেকআপ থেকে চোখের কাজল কিংবা লিপস্টিক সবকিছুই ব্যবহার করার আগে স্যানিটাইজ করে নেওয়া খুবই প্রয়োজন। বিয়ের কনে যদি বাড়িতে বসে তৈরি হতে পারেন তাহলে ভিড় এড়িয়ে যাওয়া যেতে পারে, যা বর্তমান করোনা আবহে খুবই দরকার। বিয়ের সাজের সঙ্গে অনেক কনেই আজকাল ম্যাচিং করে মাস্ক ব্যবহার করেছেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন