১. সপ্তাহে একবার স্ক্রাব ঠোঁটে স্ক্রাব
করা হলে চামড়ার মরা কোষগুলো উঠে যায়।
এতে আপনার ঠোঁটের উজ্জ্বলতা বৃদ্ধি
পাবে। স্ক্রাব তৈরি করতে কয়েক ফোটা অলিভের তেল ও এক চা চামচ চিনি একত্রে
মিশিয়ে নিন।
এবার তা আপনার ঠোঁটে লাগিয়ে রাখুন।
এটা ধুয়ে ফেলার পর আপনার
প্রিয় লিপ বাম বা মাখন লাগিয়ে রাখুন।
২. লেবু ঠোঁটের কালো রঙ থেকে মুক্তি পাবার
জন্য সবচেয়ে বেশি কার্যকরী হল লেবু।
লেবুর রস আলাদা বের করে রাখুন।
ঘুমাতে
যাবার পূর্বে লেবুর রস আপনার ঠোঁটে লাগিয়ে নিন।
প্রতিদিন এভাবে লেবুর রস
লাগিয়ে ঘুমাতে যাবার এই অভ্যাস আপনাকে মাসব্যাপী পালন করতে হবে।
এতে আপনার
ঠোঁট আবার গোলাপি রঙ ধারণ করবে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন