উপকরণ
১টা ডিমের সাদা অংশ
১/২ লেবুর রস
১ চা চামচ মধু
১/২ লেবুর রস
১ চা চামচ মধু
পদ্ধতি
প্রথমে
মুখে গরম পানির ভাপ নিন। শুকনো টাওয়েল দিয়ে আলতো করে মুখ মুছে নিন।
ডিমের
সাদা অংশ, লেবুর রস ও মধু একটি বাটিতে ভালো করে মিশিয়ে নিন।
আঙ্গুল দিয়ে
পুরো মুখে ম্যাসাজ করে লাগিয়ে নিন ফেস প্যাকটি।
১৫ মিনিট অপেক্ষা করুন
শুকানোর জন্য।
শুকিয়ে গেলে নরম একটি বেবি টুথ ব্রাশ দিয়ে ঘষে ঘষে তুলে
ফেলুন।
বিশেষ করে আক্রান্ত স্থান গুলো।
এরপর হালকা গরম পানি দিয়ে মুখ
ধুয়ে ফেলুন।
এরপর
ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
এতে রোমকূপ গুলো বন্ধ হয়ে যাবে।
আলতো
করে মুখ মুছে ১ ফোটা অলিভওয়েল লাগিয়ে নিন পুরো মুখে।
সপ্তাহে দুবার করে
এই পদ্ধতি অনুসরণ করলে ব্ল্যাকহেডসের যন্ত্রণা থেকে ত্বক থাকবে মুক্ত,
বারবার ফিরেও আসবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন