বাচ্চার ত্বক খুবই নরম ও সংবেদনশীল। তাই তাদের ত্বকের যত্নে দরকার আলাদা যত্ন ও সঠিক প্রোডাক্ট। সামান্য অবহেলাতেও ত্বকে র্যাশ, শুষ্কতা বা অ্যালার্জি হতে পারে। নিচে দেওয়া টিপসগুলো অনুসরণ করলে বাচ্চার ত্বক থাকবে কোমল, পরিষ্কার ও সুস্থ
১. মাইল্ড বেবি প্রোডাক্ট ব্যবহার করুন
সবসময় sulfate-free ও paraben-free বেবি সাবান বা বাথ ওয়াশ ব্যবহার করুন। এতে ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকে এবং কোনো জ্বালাপোড়া হয় না।
২. নিয়মিত ময়েশ্চারাইজ করুন
বাচ্চার ত্বকে প্রতিদিন অন্তত ২ বার ময়েশ্চারাইজার লাগান। Coconut oil, almond oil বা shea butter–যুক্ত লোশন সবচেয়ে ভালো।
৩. ম্যাসাজ দিন
প্রতিদিন হালকা হাতে বেবি অয়েল দিয়ে ৫–১০ মিনিট ম্যাসাজ করুন। এতে রক্ত চলাচল বাড়ে, ত্বক নরম থাকে ও বাচ্চার ঘুমও ভালো হয়।
৪. রোদে একটু সময় দিন
সকালের হালকা রোদে বাচ্চাকে ৫–১০ মিনিট রাখতে পারেন। এতে ভিটামিন D তৈরি হয়, যা ত্বক ও হাড়ের জন্য উপকারী।
৫. নরম ও পরিষ্কার কাপড় ব্যবহার করুন
সবসময় তুলোর জামা পরান এবং প্রতিদিন পরিষ্কার কাপড় দিন। সিনথেটিক কাপড়ে ঘাম জমে র্যাশ হতে পারে।
৬. বাচ্চার কাপড় ও বিছানার চাদর আলাদা ধুয়ে রাখুন
বেবি ডিটারজেন্ট ব্যবহার করুন এবং খুব ভালোভাবে ধুয়ে নিন যাতে কোনো রাসায়নিক অবশিষ্ট না থাকে।
টিপসঃ
বেবি ওয়াইপ ব্যবহার করলে alcohol-free এবং fragrance-free ওয়াইপ বেছে নিন।
নতুন কোনো পণ্য ব্যবহারের আগে অল্প জায়গায় টেস্ট করে নিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন