কর্মজীবী নারীদের ব্যস্ত জীবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুন্দর, প্রফেশনাল এবং হালকা মেকআপ রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই লুকটি দ্রুত করা যায় এবং দিনের সব কাজেই আরাম দেয়।
ডেইলি মেকআপ স্টেপস (৫ মিনিটে)
১.ক্লিনজিং ও ময়েশ্চারাইজার:
হালকা ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন
লাইট ময়েশ্চারাইজার লাগান
২.বেস
BB ক্রিম বা টিনটেড ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
কনসিলার দিয়ে চোখের নিচের কালচে দাগ ঢেকে দিন।
৩.চোখের মেকআপ
হালকা ব্রাউন বা ন্যাচারাল আইশ্যাডো।
মাসকারা দিয়ে চোখের ভোলিউম বাড়ান।
৪.গাল
লাইট ব্লাশ (পিচ বা রোজ শেড)।
হাইলাইটার ব্যবহার করলে মুখ উজ্জ্বল দেখাবে।
৫.ঠোঁট
Nude বা হালকা পিঙ্ক লিপস্টিক/লিপ গ্লস।
৬.ফিনিশিং
Setting spray দিয়ে মেকআপ ফ্রেশ রাখুন।
টিপসঃ
প্রোডাক্ট ছোট ও বহনযোগ্য রাখুন
চোখের জন্য ন্যাচারাল শেড ব্যবহার করুন, অফিসে স্টাইলিশ কিন্তু সাবলীল লাগে
হালকা মেকআপে SPF যুক্ত BB ক্রিম ব্যবহার করলে সূর্য থেকে সুরক্ষা মিলবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন