সোমবার, ১৫ মে, ২০১৭

গরমকালের ফ্যাশন


এই গরমে সুতির পোশাকের কনো বিকল্প নেই। সুতির জামাকাপড় যেমন হালকা হয় তেমনই পরেও আরাম। হাওয়া চলাচল করতে পারে সহজে। শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। সুতির পোশাকই গরমকালের জন্য চরম আরামদায়ক। শুধু তাই নয়, সুতির পোশাকে প্রকাশ পায় এক আভিজাত্য। তবে যত্ন নিতে হবে সুতির পোশাকেরও। যাতে অনেকদিন পর্যন্ত রং ও কোয়ালিটি বজায় থাকে।

সুতির জামাকাপড় আরামদায়ক ও দেখতে সুন্দর হলেও রং চটে যাওয়ার ভয় থাকে। অতি প্রিয় পোশাকটির রং চটে একাকার কাণ্ড হলে তো আর ভালো লাগে না! তাই সুতির পোশাক পরিষ্কার করার সময় কিছু সাবধানতা নিতে হবে।

১. নতুন সুতির পোশাক ধোওয়ার আগে নুন জলে সারারাত ভিজিয়ে রাখুন।

২. সম্ভব হলে নতুন পোশাক প্রথম দু থেকে তিনবার নুন জলে ভিজিয়ে তবে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিন।

৩. সুতির পোশাক ওয়াশিং মেশিনে পরিষ্কার না করে হাতে ধোওয়া ভালো। নয়তো মেশিনে পোশাকের সুতো আলগা হয়ে যেতে পারে। কুঁচকে যাওয়ার সম্ভাবনাও থাকে।

৪. সুতির পোশাক কখনও কড়া রোদে শুকোতে দেওয়া উচিত নয়। ছায়াতে শুকনো উচিত, তাতে রং চটে যাওয়ার সম্ভাবনা থাকে না।

৫. সুতির পোশাক পরিষ্কার করতে গেলেই তা কুঁচকে যায়। পোশাক থেকে কুঁচকে যাওয়া দাগ মেটাতে ইস্তিরি করতে পারেন। তবে স্টিম আয়রন ব্যবহার করা ভালো।

৬. সুতির জামাকাপড় কোথায় রাখছেন, তার উপর কাপড়ের মান কতটা বজায় থাকবে নির্ভর করে। ঠান্ডা ও অন্ধকার জায়গায় সুতির পোশাক রেখে দিন।