বিশেষজ্ঞরা বলেন, বিয়ের আগে নিজের যত্ন নেওয়াটা শুধুই রূপচর্চা নয়। কনে বিয়ের আগে থেকেই সুস্থ, সুন্দর ও প্রাণবন্ত থাকলে নতুন মানুষদের সঙ্গে নতুন একটা জীবন শুরু করার সময়টাতে বাড়তি চাপ অনুভব করেন না। তাই বিয়েতে নিজেকে আকর্ষণীয় দেখাতে চাইলে নিজের যত্ন নেয়ার প্রস্তুতি শুরু করতে হবে এক মাস আগে থেকেই। তাহলে বিয়ের দিন তাকে আরও বেশি সুন্দর ও প্রাণবন্ত দেখাবে। মনে রাখেবেন আপনি যত ‘স্ট্রেস ফ্রি’ থাকবে, বিয়ের দিন আপনাকে দেখতে তত বেশি সুন্দর লাগবে৷

আজকে জেনে নিন বিয়ের আগে কনের সাজ এ দরকারী বিউটি টিপস-

উজ্জ্বল ত্বকের জন্য

বিয়ের আগে নানা কাজ আর মানসিক চাপে চেহারায় ক্লান্তিভাব চলে আসে। কনের সাজ এর জন্য তাই আগে থেকে ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। বিয়ের অন্তত ১৫ দিন আগে থেকে ত্বকের যত্ন নিলে বিয়ের দিন আরও বেশি সুন্দর ও প্রাণবন্ত দেখাবে। বিয়ের আগে ত্বকের যেসব পরিচর্যা করবেন কনেরা-

তৈলাক্ত ত্বক

তৈলাক্ত ত্বকের জন্য টকদই ও বেসনের প্যাক ব্যবহার করতে পারেন। চাইলে শুধু কমলার রস নিয়ে তুলা দিয়ে মুখে লাগিয়ে নিতে পারেন। তবে ব্রণ থাকলে কমলার রস মুখে লাগাবেন না। শসা ব্লেন্ড করেও ব্যবহার করা যায়। গাজর, হলুদ আর টকদইয়ের মিশ্রণও প্যাক হিসেবে ব্যবহার করা যায়। অতিরিক্ত তৈলাক্ত ভাব থাকলে এক-দুই ফোঁটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন। এছাড়া সপ্তাহে দুই-তিনবার মুখে মাস্ক ব্যবহার করতে পারেন। এতে ত্বকের ময়লা দূর হবে এবং ত্বক উজ্জ্বল দেখাবে।