বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

বিয়ের ছবি সুন্দর করার কিছু টিপস

 


বিয়ের দিন হল এমন একটি দিন, যে দিন আপনি নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন। তাই বিয়ের সাজটা হতে হবে সব থেকে ভিন্ন। এ সাজের মধ্যে থাকতে পারে,
- চুল সুন্দর করে বাধা,
- মেকাপ ফুটিয়ে তোলা ,
- চমৎকার একটি ড্রেস ,
- আর থাকবে একজন ক্যামেরাম্যান, যে সব আপনার সাথে সব সময় থাকবে আর আপনি যেখানে যাবেন সেখানেই আপনাকে অনুসরন করবে। যদিও সারাদিন ব্যাপি ছবি করা অনেক বিরক্তিকর ব্যাপার।
বিয়ের ছবিতে সুন্দর বা গর্জিয়াস দেখানোর জন্য আপনাকে সঠিক সময় বেছে নিতে হবে। চিন্তিত বা ক্লান্ত অবস্থার ছবি ভালো আসে না। ভালো মেকাপ আস্টিস থেকে আপনাকে মেকাপ করতে হবে যাতে মেকাপ আপনার মুখের সাথে মিলে সুন্দর ফুটে উঠে। তবেই ছবি ভালো আসবে না। মুখের মেকাপ পাউডারের মত সাদা হয়ে ভেসে থাকলে, আপনার ছবির মান নষ্ট হবে ।
কিছু টিপস অনুসরণ করলে আপনার বিয়ের ছবি হবে, সব থেকে আলাদা ও আকর্ষনীয়। আসুন দেখে নেই, সেই টিপস গুলো:

যখন মেকাপ করবেন, তখন এটি হবে খুব সিম্পল
বিয়ের দিন সবাই চায় একটা ভিন্ন লুক নিয়ে আসতে। এজন্য অনেকে গর্জিয়াস মেকাপ করে। গর্জিয়াস মেকাপের জন্য আপনি যদি অনেক ফাউন্ডেসন ও লিপস্টিক ব্যবহার করেন তবে লাইটের সামনে গেলে, আপনার অরিজিনাল মুখ চিনা যাবে না। আপনার ছবিও সুন্দর আসবে না। যদি আপনি সব ছবি সুন্দর করতে চান তবে, অবশ্যই আপনাকে এমন ভাবে মেকাপ করতে হবে যাতে নেচারাল লুক চলে আসে। এতে বার বার মেকাপ নষ্ট হয়ে যাওয়ার কোন ভয় থাকবে না। মেকাপ করার আগে আপনার স্কিনে বিভিন্ন মাস্ক ও ময়েশ্চারাইজার লাগিয়ে স্কিনকে করে নিবেন নরম ও আকর্ষনীয়। সুন্দর ছবি করার জন্য আপনাকে অবশ্যই ভালো ক্যামেরাম্যান বেছে নিতে হবে। যে সব সময় আপনার সাথে থাকবে ।

ত্বকের যত্ন নিবেন বিয়ের কিছু দিন আগে থেকেই:
আপনার যদি বিয়ে ঠিক হয় তবে বিয়ের তারিখের সপ্তাহখানেক আগে থেকেই ত্বকের যত্ন নেওয়া শুরু করবেন । আপনার হাত পায়ের ওয়াক্সিং , চুলের ট্রিটমেন্ট আপনি আগেই করে ফেলবেন । নাইলে আপনি যদি বিয়ের দিন এসব কিছু এক সাথে করতে যান তবে আপনার বিয়ের সাজই নষ্ট হয়ে যেতে পারে । আপনার বিয়ের তারিখের ১–২ দিন আগেই আপনি ভ্রু প্লাক করে রাখতে পারেন । আপনি যদি বিয়ের দিন ভ্রু প্লাক করতে যান তবে মেকাপ করার সময় ওই জায়গাটি লাল হয়ে যেতে পারে । এতে আপনার বিয়ের লুক নষ্ট হবে ।

চেহারার ভিন্ন রুপ:
ভালো মেকাপের সব থেকে ভালো গুণ হল একটা ন্যাচারাল সাজের মেকাপ বেছে নেয়া। আপনি যদি বিয়ের দিন ভালো ছবির আশা করে থাকেন তবে আপনাকে ন্যাচারাল লুক রাখতে হবে। এমনিতেই বিয়ের দিন আপনি খুব জরোয়া শাড়ি ও অনেক গহনা পরে থাকেন। এর সাথে যদি আপনার মেকাপটাও অনেক বেশি গর্জিয়াস হয়, তবে আপনাকে দেখতে ভালো লাগবে না। আপনার বিয়ের ছবি গুলোও বেশি ভালো হবে না। আপনি শুধু আপনার মুখই সাজাবেন না, সাথে সাথে আপনার গলা , হাত , পা ও সমান ভাবে সাজাবেন। নয় তো মুখের তুলনায় আপনার হাত , পা এবং গলা অনেক বেমানান লাগবে । আপনার মেকাপ শেষ হলে কয়েকটি ছবি করে দেখবেন। কোথাও খারাপ দেখাচ্ছে কি না , আপনার মেকাপ সব জায়গায় ঠিক মত বসছে কি না আগেই দেখে নিবেন। সে ক্ষেত্রে আপনার শুধরে নেওয়ার সময় থাকবে। আপনি হাতে অনেক সময় নিয়ে বিয়ের দিন পার্লারে যাবেন । নয় তো আপনার মেকাপ সুন্দর হবে না। আপনার বিয়ের সাজ যদি পারফেক্ট হয় তবে আপনার বিয়ের ছবিও বেশি অনেক সুন্দর হবে । আর ছবি হবে সব থেকে আলাদা ও আকর্ষনীয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন