রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

বিয়ের সময় এমনিতেই ঝামেলা তার উপর পার্লার, এসবের কোনো মানে হয়। তাছাড়া এটা অনেকে ভালো নজরে দেখেওনা। তাই এই টিপস



বিয়ের সময় এমনিতেই ঝামেলা তার উপর পার্লার, এসবের কোনো মানে হয়। তাছাড়া এটা অনেকে ভালো নজরে দেখেওনা। তাই এই টিপস

গুলো পড়ে নিজে নিজেই বিয়ের সাজ-গুজ করে নিন।

-> মুখ ক্লিনজিং মিল্ক দিয়ে পরিষ্কার করুন।

-> এরপর মুখে ময়েশ্চারাইজার মেখে নিন।

-> গায়ের রঙের সাথে ম্যাচ করে ফাউন্ডেসন করবেন, মেক-আপের ভাসায় যাকে বলে বেস। যাঁদের রঙ চাপা তাঁরা ব্যাবহার করুন ২৪-২৭ নম্বর। উজ্জ্বল হলে ২৫-২৬ নম্বর ব্যাবহার করুন।

-> ফেস পাউডারের সঙ্গে বডি পাউডার মিশিয়ে মুখে বুলিয়ে নিন।

-> এরপর গোটা মুখটা ব্রাশ দিয়ে ঝেরে নিন। এতে অতিরিক্ত পাউডার ঝরে যাবে।

-> আই শ্যাডো শাড়ির রঙের সাথে ম্যাচ করে লাগাতে হয়। তবে গায়ের রঙের সাথে ম্যাচ করে আই শ্যাডো লাগাতে চাইলে রঙটা হওয়া চাই হালকা। আই শ্যাডো লাগাতে হবে চোখের পাতায়। ভ্রু আর চোখের পাতার মাঝখানে সিলভার কালার দিয়ে আই শ্যাডো লাগানো উচিৎ।

-> এরপর আইলিনার। কালো রঙের মেয়েদের জন্য মানানসই। চোখের কোন থেকে হালকা করে আস্তে আস্তে মোটা হয়ে বাইরের দিকে টেনে নিতে হবে আই লিনার কে। একই ভাবে নীচের পাতায়। এতে চোখ উজ্জ্বল হয়।

-> শাড়ির রঙের সাথে ম্যাচ করে রঙ বাছাই করা উচিৎ। প্রথমে লিপ লাইনার দ্বারা ঠোঁটের আউট লাইন এঁকে নিতে হবে। যাঁদের ঠোঁট মোটা তাঁরা লিপ লাইনারটিকে ভিতরের দিকে টানবেন।  পাতলা হলে বাইরের দিকে। এরপর লিপস্টিক দিয়ে ঠোঁট ভরে নিন।

-> শাড়ির রঙের সাথে মিলিয়ে ব্লাশঅন করা দরকার। তবে ন্যাচারাল রঙের জন্য গায়ের রঙের সাথে মিশিয়ে ব্যাবহার করা যায়। চিকবোন থেকে কানের পাশ পর্যন্ত ব্লাশঅন করতে হয়।

-> কপালে বড় গোল টিপ এর চারপাশে নকশা এঁকে নিলে অনেক মোহময়ী দেখায়।

-> যাঁদের উচ্চতা কম তাঁরা উঁচু করে খোপা বাদলে অনেক লম্বা দেখাবে।

-> শুধু লাল রঙের শাড়ি পরতে হবে তার কোনো মানে নেই। গায়ের রঙের সাথে মিশিয়ে বেনারসি শাড়ি পড়লে আরও ভালো দেখাবে।

-> যদি শাড়ি অনেক বেশি জাঁকজমক পূর্ণ হয় তাহলে অল্প গহনা পরা উচিৎ।

-> নেইল পলিশ সব সময় শাড়ির রঙের সাথে মিলিয়ে ব্যাবহার করবেন। রাতে বিয়ে হলে কড়া পারফিউম ব্যাবহার কড়া ভালো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন