রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭

শীতে ত্বকের যত্নে ফেসপ্যাক

হলুদ ও দুধ –

১ চা চামচ হলুদের সঙ্গে প্রয়োজন মতো দুধ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। ত্বক শুষ্ক হলে কয়েক ফোঁটা নারিকেল তেল দিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। এটি বিবর্ণ ত্বকে জৌলুস ফিরিয়ে আনবে।

বেসন ও দুধ –

বেসন ও দুধ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। ত্বকে চক্রাকারে ঘষে লাগান এটি। এই ফেসপ্যাক মরা চামড়া দূর করে উজ্জ্বল ও কোমল করবে ত্বক।

গ্রিন টি ও মধু –

যারা ব্রণের সমস্যায় ভুগছেন তাদের জন্য কার্যকর এই ফেসপ্যাক। ব্যবহৃত গ্রিন টি এর সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।

দই –

প্রাকৃতিকভাবে ত্বকে উজ্জ্বলতা নিয়ে আসে দই। দই সরাসরি ত্বকে লাগাতে পারেন। বিভিন্ন উপাদানের সঙ্গে মিশিয়ে লাগালেও উপকার পাবেন।

চন্দন –

চন্দন গুঁড়ার সঙ্গে সামান্য গোলাপজল মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। দেখুন কেমন উজ্জ্বল দেখাচ্ছে ত্বক!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন